ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে কিভাবে ২০২৪

ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়মঃ সুপ্রিয় বন্ধুরা, আপনি কি আপনার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন? যদি তাই হয় তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারন আজকে আমরা আপনাদেরকে শিখাবো ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করে কিভাবে।

আপনারা হয়তো অনেকেই ফেসবুক পাসওয়ার্ড নিয়ে চিন্তিত রয়েছেন। কারণ আপনার ফেসবুক পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তাহলে সে ব্যক্তি আপনার একাউন্টে ঢুকে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে নিয়মিত ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত।

ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করবেন কেন

  • ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করলে আপনার আইডি সুরক্ষিত থাকবে।
  • কেউ পাসওয়ার্ড জানলেও সে পরে আর লগইন করতে পারবে না।
  • ফেসবুক আইডি হ্যাক হতে বাঁচাতে হলে শক্ত একটি পাসওয়ার্ড অবশ্যই সেট করতে হবে।

ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম

ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম সম্পর্কে জানতে হলে নিচের পদক্ষেপগুলি মনোযোগ সহকারে অনুসরণ করুন। তাহলে আপনি খুব সহজেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

  • প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন‌। তারপর স্ক্রিনের ডান পাশে মেনু অপশনে ক্লিক করুন ।
  • নিচে স্ক্রল করে আসলে Setting & Privacy থেকে Settings ওপশনে ক্লিক করুন।
ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম
  • তারপর Password & Security নামে ওপশনে ক্লিক করুন ।
  • নিচের দিকে আসলে Change Password নামক ওপশন থাকবে ওখান এ ক্লিক করুন।
ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম
  • এবার ৩ ফাঁকা বক্স থাকবে ১ম টা হচ্ছে আপনার বর্তমান পাসওয়ার্ডটা দিবেন,
    ২য় টায় আপনার নতুন পাসওয়ার্ড দিবেন,
    ওই সেম ভাবে ৩ টায় ও ২য় টার পাসওয়ার্ড দিতে হবে।
ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম
  • সবশেষে Change Password এ ক্লিক করতে হবে।
  • এবার ১ম এ Review Others Devices থাকবে, ২য় Stay In logged থাকবে। তার মধ্যে ১ম টায় ক্লিক করে Done দিতে হবে।

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

আপনি যদি ফেসবুক পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে চেঞ্জ করবেন? হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারবেন কোন সমস্যা ছাড়াই তবে আপনাকে এর জন্য নিচের পদক্ষেপ গুলি মনোযোগ সহকারে অনুসরণ করতে হবে।

আপনারা উপরের আলোচনায় ধারণা পেয়ে গেছেন কিভাবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। যদি ফেসবুকে পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করার সময় নিচে একটি অপশন দেখতে পারবেন Forgotten your password নামক।

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

আপনারা ওই অপশনে ক্লিক করে দিলে আপনার ইমেইল বা ফোন নাম্বার সেখানে দেখাবে। অর্থাৎ আপনি যে ইমেইল বা ফোন নাম্বার দিয়ে আইডি খুলছিলেন সেটি সেখানে শো করবে এবং সেই নাম্বার একটি কোড আসবে। সেই কোডটি সেখানে দিলে আপনি নতুন পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন।

বর্তমানে ফেসবুকের একটি ক্রিটিক্যাল ত্রুটি থাকায় অনেক সময় নাম্বারে কোড আসে না। তাই যদি আপনার ফেসবুক আইডিতে ইমেইল এড করা থাকে তাহলে সেই ইমেইল টা সিলেক্ট করে নেক্স ট এ ক্লিক করবেন তাহলে ইমেইলে অবশ্যই করে আসবে।

আর যদি ইমেইল এড না করা থাকে শুধু ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে আপনি সেই ফোন নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নিবেন। তারপর আপনি Whatsapp অপশন সিলেক্ট করে Next এ ক্লিক করলে হোয়াটসঅ্যাপে আপনার একটি OTP আসবে সেই OTP দিলে আপনি নতুন পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন।

ফেসবুক পাসওয়ার্ড কেমন দেওয়া উচিত

পাসওয়ার্ড নিয়ে আমাদেরকে অনেক দক্ষ হতে হবে। অন্য কেউ ধারনা করতে পারে এমন পাসওয়ার্ড দেয়া যাবে না আবার এমন পাসওয়ার্ড ও দেওয়া যাবে না যাতে ভুলে না য়াই।

বেশির ভাগ মানুষ ১২৩৪৫৬ বা abcdef এ ধরনের পাসওয়ার্ড দেয় ফলে জেনে যাওয়া ও ধরে ফেলা যায়। যদিও ওনেকে Unique পাসওয়ার্ড তৈরি করাকে ঝামেলা মনে করে। তথ্য দিকটি বিবেচনা করলে Unique পাসওয়ার্ড আত্যান্ত গুরুত্বপূর্ণ।

পাসওয়ার্ড তৈরির সময় আমাদের যে বিষয় লক্ষ রাখতে হবে

  • ১) নিজের নাম বা অন্য কারো নাম সরাসরি ব্যবহার করা যাবে না,যদিও এটি মনে রাখার ক্ষেএে সাহায্য করে।
  • ২)সংখ্যা, চিহ্ন ও শব্দ এর ক্ষেএে ছোট হাত ও বড় হাতের মিশিয়ে লিখতে হবে এ সম্পর্কে মানুষের কম ধারনা থাকে।
  • ৩)পাসওয়ার্ড একটু বড় আাকারের হতে হবে।
  • ৪)পাসওয়ার্ড মবে রাখার জন্য নোটপ্যাড /খাতায় লিখে রাখতে হবে সেগুলো যেন অন্য কারো হাতে না যায়।
  • ৫)পাসওয়ার্ড মনে রাখার জন্য নিজের পছন্দের চিহ্ন ব্যবহার করা।

এ কাজ গুলো সাথে সৃজনশীলতা রাখলে পাসওয়ার্ড হবে Unique?
উদাহরণ পাসওয়ার্ড হলো:
১)AmI_ToMaKe_VaLoBaSi
২)2T40s1n_KiNG_007*
৩)4SeCuRiTy&7yrS_AgO

কতদিন পরপর ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত

ফেসবুক একাউন্টকে সুরক্ষিত রাখার জন্য ঘনঘন ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। এতে করে ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে মুক্তি পেতে পারি। এজন্য আপনি ২০/৩০ দিন পরপর ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।

তবে অবশ্যই ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করে ভুলে যাবেন না। সেই পাসওয়ার্ডটি কোন এক ডাইরিতে লিখে রাখবেন। তা না হলে ভুলে যেতে পারেন। ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন।

বন্ধুরা আশা করছি ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম জানতে পেরেছেন। যদি আজকের এই পোষ্টটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারে।

অন্য পোস্ট পড়ুন-

ফেসবুকে ফলো বাটন এড করার নিয়ম

ফেসবুকে সকল পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করার নিয়ম

ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার উপায়

ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট যায় না কেন

This is MOJNU Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a comment