Xiaomi Redmi Note 13 Pro দাম কত – বর্তমান সময়ের লেটেস্ট ৫জি ফোন গুলোর মধ্যে Xiaomi Redmi Note 13 Pro অন্যতম। এই ফোন টি কয়েকটি ভ্যারিয়েন্টে বাজারে ছাড়া হয় তবে অফিসিয়াল ভাবে শুধু একটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে পাবেন। যারা মোটামুটি বাজেটের মধ্যে ভালো একটি স্মার্ট ফোন খুজছেন তারা চাইলে ফোন টির রিভিউ টি দেখে নিতে পারেন।
আজকের আর্টিকেলে আমরা Xiaomi Redmi Note 13 Pro এর খুটিনাটি সকল কিছু উল্লেখ্য করার চেষ্টা করবো। আপনার জন্য স্মার্ট ফোন টি ক্রয় করা উচিত হবে কি না এটা জানার জন্য ফোনের সম্পূর্ণ রিভিউ টি পড়ে নিতে পারেন।
Xiaomi Redmi Note 13 Pro স্পেসিফিকেশন
Xiaomi Redmi Note 13 Pro ফোনের রিভিউ সম্পর্কে লেখার পূর্বে এর মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে জেনে নিন। এতে আপনারা অনেকটা বুঝতে পারবেন ফোন টি আপনার জন্য কেনা লাভজনক হবে কি না।
রঙ: স্মার্টফোন টি আপনারা ০৪ টি রঙে পেয়ে যাবেন – কালো, সাদা, নীল, বেগুনি।
কানেক্টিভিটি – Xiaomi Redmi Note 13 Pro
নেটওয়ার্ক: Xiaomi Redmi Note 13 Pro ফোনে ৩জি, ৪জি ও ৫জি নেটওয়ার্ক পাবেন।
সিম: অন্যান্য ফোনের মতো এটাতে দুইটি ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে।
ওয়াইফাই: ডুয়াল ব্যান্ড এর।
ইউএসবি: ইউসবি হিসেবে থাকছে টাইপ -সি, ব্যবহার করা হয়েছে V2.0. আপনি চাইলে ওটিজি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই ফোনে আপনারা NFC ও Infrared পেয়ে যাবেন তবে FM Radio কানেক্টিভিটি পাবেন না।
ডিসপ্লে: Xiaomi Redmi Note 13 Pro
সাইজ: ফোনের ডিসপ্লে হলো ৬.৬৭ ইঞ্চি।
রেজুলেসন: এটাতে এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা থেকে সর্বোচ্চ ১২২০x ২৭১২ ব্যবহার করা যাবে।
রিফ্রেস রেট: সর্বোচ্চ ১২০Hz রিফ্রেস রেট পাবেন।
ক্যামেরা – Xiaomi Redmi Note 13 Pro
পিছনের ক্যামেরা: পিছনে ০৩ টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যথাক্রমে – ২০০,৮ ও ২ মেগাপিক্সেলের। যা দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। সর্বোচ্চ 24 থেকে ৩০ ফ্রেম রেট থাকবে। আর যদি 1080p তে রেকর্ড করেন তাহলে ফ্রেম রেট পাবেন 120.
সামনের ক্যামেরা: সামনে একটি ১৬ মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যা দিয়ে এইচডি রেজুলেসন পাবেন।
Xiaomi Redmi Note 13 Pro এর পারফরম্যান্স
অপারেটিং সিস্টেম: এটাতে আপনারা এন্ড্রয়েড এর লেটেস্ট ভার্সন ১৩ পাবেন। পাশাপাশি এন্ড্রয়েড ১৬ পর্যন্ত আপডেট পাবেন।
চিপসেট: চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 7s G2.
র্যাম: Xiaomi Redmi Note 13 Pro এর ০৩ টি ভ্যারিয়েন্টে র্যাম আছে ৮,১২ ও ১৬ জিবি।
প্রসেসর: Octa core 2.4 GHz.
জিপিউ: Adreno 710.
রেম: ০৩ টি ভ্যারিয়েন্টে যথাক্রমে ১২৮, ২৫৬, ৫১২ জিবি। অতিরিক্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না।
ব্যাটারি: Xiaomi Redmi Note 13 Pro তে লিথিয়াম পলিমার এর ৫০০০ এম এ এইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সাথে চার্জ করার জন্য থাকছে ৬৭ ওয়াট এর চার্জার যা দিয়ে সম্পূর্ণ ১০০% চার্জ করতে সময় লাগবে ৪৪ মিনিট।
বডি: Xiaomi Redmi Note 13 Pro
ওজন: ফোনটির ওজন ১৮৭ গ্রাম। উপরে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে ও প্লাস্টিক এর ফ্রেম ব্যবহার করা হয়েছে।
Xiaomi Redmi Note 13 Pro দাম কত?
বর্তমানে ফোনটির দাম হলো – ৮/১২৮ জিবি ২২ হাজার ৮০০ টাকা।
Xiaomi Redmi Note 13 Pro – ফোনটির ভালো দিক
আশা করি আপনারা উপরের স্পেসিফিকেশন দেখে ফোনের ভালো দিক গুলো সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছেন। দাম অনুযায়ী অন্যান্য ফোনের সাথে তুলনা করে ফোন টির ভালো দিক গুলো আমি উল্লেখ্য করে দিচ্ছি।
স্মার্ট ফোন টি তে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হলেও এর ডিজাইন অনেক সুন্দর হয়েছে। বেশিরভাগ মানুষের ফোনের ডিজাইন টি পছন্দ করেছেন। অনেকেই আছেন যারা মোটামুটি বড় একটা ডিসপ্লে ব্যবহার করতে চান।
Xiaomi Redmi Note 13 Pro স্মার্ট ফোনে ৬.৬৭ ইঞ্চি সাইজের ডিসপ্লে রয়েছে যা মোটামুটি বড় বলা যায়। সাথে এইচডি প্লাস রেজুলেসন থাকায় ভিডিও দেখতে অনেকটা ভালো অনুভুতি পাবেন। এর পরেই যে বিষয় টি আসে সেটা হলো এর পিছনের ক্যামেরা।
অসাধারণ মানের ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যেখানে, প্রধান লেন্সে পাবেন ২০০ মেগাপিস্কেল। ৬৭ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্টেড হওয়ায় খুব অল্প সময়ের মধ্যে ফোন টি সম্পূর্ণ চার্জ করে নিতে পারবেন। সাথে ৫০০০ এম এ এইচ এর ব্যাটারি হওয়ায় মোটামুটি ভালো একটা সময় ব্যাকাপ পেয়ে যাবেন।
এইচডি প্লাস ডিসপ্লে এর সাথে আপনি ব্যবহার করতে পারবেন 120Hz স্ক্রিন রিফ্রেস রেট। যা আপনাকে অনেক স্মুথ একটি অভিজ্ঞতা দিতে পারবে। বর্তমানে বাংলাদেশ ও ৫জি এর যুগে পা দিয়েছে।
আর Xiaomi Redmi Note 13 Pro এই ফোন টি তে আপনি ৩,৪জি এর পাশাপাশি ৫ জি পেয়ে যাবেন। এন্ড্রয়েড ভার্সন আছে ১৩ সাথে এন্ড্রয়েড ১৬ পর্যন্ত আপডেট পাবেন বা আপগ্রেড করতে পারবেন। যা সবচেয়ে ভালো একটা দিক।
Xiaomi Redmi Note 13 Pro – খারাপ দিক
ফোন টির ভালো দিক নিয়ে যেহেতু বলেছি এটার খারাপ দিক সম্পর্কেও বলা উচিত। এই স্মার্ট ফোনে কোনো অতিরিক্ত মেমরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। যদি আপনার অতিরিক্ত স্টোরেজ এর প্রয়োজন হয় তাহলে আপনাকে ওটিজি দিয়ে ব্যবহার করতে হবে।
এই ফোনের আরো একটি খারাপ দিক হলো এটাতে ভালো মানের কোনো গেমিং চিপসেট ব্যবহার করা হয়নি। গেম যে খেলা যাবে না এমন নয় , তবে ভারি গেম গুলো তে ল্যাগ হবে প্রচুর পরিমানে। আপনি যদি গেম খেলার জন্য মোবাইল কেনার কথা ভাবেন তবে এই ফোন টি একদম এই আপনার জন্য নয়।
Xiaomi Redmi Note 13 Pro – ফোন টি যারা কিনবেন
Xiaomi Redmi Note 13 Pro ফোন টি সকলের জন্য ক্রয় করা উচিত হবে না। যাদের জন্য এই ফোন টি ভালো হবে – যদি আপনি প্রচুর পরিমানে স্মার্ট ফোন থেকে ছবি বা ভিডিও করেন তাহলে আপনার কেনা উচিত।
বিশেষ করে, যারা ভ্রমন করেন বেশি তাদের জন্য মোবাইলের চার্জ দ্রুত হওয়া অনেক বেশি দরকারি। তারা ও চাইলে এই ফোন টি ক্রয় করতে পারেন। তবে আপনি যদি গেম খেলতে চান তাহলে এই বাজেটে অন্য ফোন গুলো দেখতে পারেন।
আবার অনেকে Xiaomi Redmi Note 13 Pro সিরিজের ফোনগুলো কেনার পর বিক্রি করে দিচ্ছে দেখে দুশ্চিন্তা করবেন না। কারণ তারা মনে করছেন, যারা বিক্রি করে দিচ্ছে তারা ফোনগুলোতে সমস্যা পাওয়ার কারণে বিক্রি করে দিচ্ছে। কিন্তু বাস্তবে কারণ সেটি নয়। বরং তারা বিক্রি করছে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য।
আপনারা সবাই জানেন, Xiaomi Redmi Note 13 Pro সিরিজের ফোনগুলোর দাম এখন অস্বাভাবিক রয়েছে। তাই সেই সুযোগটা নিচ্ছে তারা। এই ফোনগুলোর দাম যখন কম ছিল তখন তারা কিনে কয়েক সপ্তাহ ব্যবহার করার পর যখন দেখছে দাম বেড়ে গেছে তখন ১-২ হাজার টাকা লাভ করে বিক্রি করে দিচ্ছে। আবার অনেকে চায়না থেকে কম দামে এনে ১-২ সপ্তাহ ব্যবহার করে ২-৩ হাজার টাকা লাভে বিক্রি করছে। মূলত আসল ব্যাপার হলো এটি।
Xiaomi Redmi Note 13 Pro সিরিজের ফোনগুলোতে এখনো পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যায়নি, আর চাইনিজ ভ্যারিয়েন্টে সমস্যা থাকবেও না, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বের হলে তখন সেই ভ্যারিয়েন্টে সমস্যা হলেও হতে পারে, কারণ শামওমির ইন্ডিয়ান রম অন্যান্য রম থেকে সবচেয়ে বাজে পারফরম্যান্স করে।
শাওমির এ যাবৎ কালে যত ফোন বের হয়েছে সবগুলোর বিক্রির রেকর্ড ক্রস করেছে Xiaomi Redmi Note 13 Pro সিরিজের ফোনগুলো, এই ফোনগুলোর স্পেশ্যাল ফিচারের কারণে।
শেষ কথা
Xiaomi Redmi Note 13 Pro এর দাম কত – আর্টিকেলে আমরা Xiaomi Redmi Note 13 Pro সকল স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম। পাশাপাশি ফোন টির ছোট একটা রিভিউ দিলাম। তবে ক্রয়ের পূর্বে অবশ্যই আপনি ভালো ভাবে যাচাই করে নিবেন, ধন্যবাদ।