মেসেঞ্জারে রেস্ট্রিক্ট ও ব্লক এর মধ্যে পার্থক্য কি তা নিয়ে আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করব। আপনি প্রতিনিয়ত মেসেঞ্জার ব্যবহার করলে মেসেঞ্জার রেস্ট্রিক্ট এবং মেসেঞ্জার ব্লক এর সাথে পরিচিত আছেন। এই দুটি অপশন প্রায় একই কিন্তু এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে।
মেসেঞ্জার রেস্ট্রিক্ট ও ব্লকের মধ্যে পার্থক্য জানলে আপনি মেসেঞ্জার ব্যবহারকে আরো বেশি উপভোগ করতে পারবেন। আজকের এই পোষ্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ফলো করুন তাহলে মেসেঞ্জারে রেস্ট্রিক্ট ও ব্লক এর মধ্যে পার্থক্য কি তা জানতে পারবেন।
মেসেঞ্জারে অনেক দুষ্ট ও খারাপ লোক রয়েছে যারা আমাদের অনেক বিরক্ত করে। ফলে তাদেরকে ব্লক বা রেস্ট্রিক্ট করার প্রয়োজন হয়। তাছাড়া অনেক সময় আমাদের প্রিয়জন, বন্ধু-বান্ধবদেরও রাগ করে ব্লক করে থাকি।
কিন্তু তাদেরকে মেসেঞ্জারে ব্লক দিবেন নাকি মেসেঞ্জার রেস্ট্রিক্ট করবেন তা ভেবে পান না। কারণ আপনি তো জানেনই না এদের মধ্যে মূল পার্থক্য কি।
মেসেঞ্জারে রেস্ট্রিক্ট ও ব্লক এর মধ্যে পার্থক্য কি
অনেক সময় কাউকে রেস্ট্রিক্ট করার প্রয়োজন পরে আবার কাউকে ব্লক করা প্রয়োজন পড়ে। কাউকে রেস্ট্রিক্ট করলে ভালো হবে নাকি ব্লক করলে ভালো হবে এটা অনেকেই জানেন না। মেসেঞ্জার রেস্ট্রিক্ট সম্পূর্ণ মেসেঞ্জারের নতুন একটি অপশন। এখানে বেশ কিছু নতুন ফিচার রয়েছে যা ব্লক অপশনে মধ্যে নেই।
আপনারা জানেন এখন মেসেঞ্জারে কাউকে ব্লক অথবা রেস্ট্রিক্ট করলে সে ব্যক্তি যতই মেসেজ করুক আপনার কাছে সেগুলো পৌঁছাবে না। মেসেঞ্জার ব্লক ও রেস্ট্রিক্ট দুটি আলাদা জিনিস এবং দুটির ফিচারও আলাদা।
যদি আপনি কাউকে মেসেঞ্জারে ব্লক করেন তাহলে সে ব্যক্তি যত মেসেজ ও কল করবে সেগুলো আপনার কাছে পৌঁছাবে না। অর্থাৎ সে আপনাকে কোনভাবেই মেসেজ পাঠাতে পারবে না।
অপরপক্ষে যদি আপনি কাউকে মেসেঞ্জার রেস্ট্রিক্ট করেন তাহলে সে আপনাকে মেসেজ ও কল করতে পারবে কিন্তু আপনার সামনে সেগুলো আসবে না। আপনি কোন রকম নোটিফিকেশন পাবেন না। আর মেসেঞ্জারে কাউকে রেস্ট্রিক্ট করলে সে আপনার চ্যাট লিস্ট থেকে উধাও হয়ে যাবে।
আপনি চাইলে পরবর্তীতে মেসেঞ্জার রেস্ট্রিক্টেড লিস্ট এ গিয়ে তাকে খুঁজে পাবেন এবং সে কি মেসেজ পাঠিয়েছে সেগুলো চেক করতে পারবেন। কিন্তু মেসেঞ্জার ব্লক করলে সে কি মেসেজ পাঠিয়েছে সেগুলো দেখতে পারবেন না। এটাই হচ্ছে মেসেঞ্জার রেস্ট্রিক্ট ও ব্লকের মধ্যে পার্থক্য।
মেসেঞ্জার রেস্ট্রিক্টেড লিস্ট ও ব্লক লিস্ট কিভাবে দেখবেন
আমরা অনেকেই মেসেঞ্জারে কাউকে ব্লক করলে অথবা মেসেঞ্জারে কাউকে রেস্ট্রিক্টেড করলে তাদের আর খুঁজে পাই না। কারণ মেসেঞ্জার থেকে কাউকে রেস্ট্রিক্ট করলে চ্যাট লিস্ট থেকে তার আইডি হারিয়ে যায়। তাদেরকে আবার যদি আনব্লক অথবা আনরেস্ট্রিক্টেড করতে চান তাহলে কিভাবে খুজবেন চলুন জেনে নেওয়া যাক।
- প্রথমে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে উপরে তিন লাইনে ক্লিক করে সেটিংস আইকোনে ক্লিক করুন।
- তারপর Privacy And Safety অপশনে ক্লিক করুন
- তাহলে আপনারা সেখানে Blocked Account এবং Restricted Account অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন।
- এবার আপনি যাদেরকে ব্লগ বা রেস্ট্রিক্ট করবেন তাদের লিস্ট গুলো সেখানে দেখা যাবে। আপনি চাইলে সেখান থেকে আবার আনব্লক অথবা আনরেস্ট্রিক্ট করতে পারবেন।
উপসংহার
বন্ধুরা আশা করছি মেসেঞ্জারে রেস্ট্রিক্ট ও ব্লক এর মধ্যে পার্থক্য কি তা জানতে পেরেছেন। আপনাদের আজ থেকে আর কোন ব্লক ও রেস্ট্রিক্টেড নিয়ে কনফিউশন থাকবে না। পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও মেসেঞ্জারে রেস্ট্রিক্ট ও ব্লকের মধ্যে পার্থক্য কি তা জানতে পারে।
সর্বদা নিত্য নতুন ফেসবুক মেসেঞ্জার এর টিপস পেতে ভিজিট করুন আমাদের biocaption.com ওয়েবসাইটে।
অন্য পোস্ট পড়ুন-