মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে বুঝবেন তা আমরা অনেকেই জানিনা। আর জানার কথাও নয়। কারণ আমাদেরকে কেউ ব্লক করলে কোন নোটিফিকেশন আসে না বা তেমন কোন স্পষ্ট চিহ্ন থাকে না।
একটা সময় ছিল যখন কেউ মেসেঞ্জারে কাউকে ব্লক করত তখন সহজেই বোঝা যেত। কেউ ব্লকে পড়লে তখন তাকে আর মেসেজ করা যেত না, মেসেজ করার অপশন থাকতো না। মেসেজ করার জায়গায় লেখা থাকতো You cannot reply to this conversation.
ফেসবুক প্রাইভেসি ও নিরাপত্তার কারণে পরবর্তীতে মেসেঞ্জার ব্লক এর উপর আপডেট নিয়ে আসে। এর ফলে মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে বুঝব তা খুঁজে বের করা কঠিন হয়ে গিয়েছে।
যাই হোক, কেউ যদি আপনাকে মেসেঞ্জারে ব্লক করে তাহলে আপনি কিভাবে বুঝবেন তার সঠিক উপায় আজকের এই পোস্টে আপনাদেরকে শিখাবো করব, চলুন তাহলে শুরু করি।
মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে বুঝবেন
যদি মেসেঞ্জারে কেউ ব্লক করে তাহলে তা বোঝার প্রধান তিনটি উপায় বা চিহ্ন রয়েছে।
- মেসেজ ডেলিভার
- কাস্টমাইজেশন ফিচার না থাকা
- একটিভ স্ট্যাটাস সর্বদা অফ থাকা
মেসেজ ডেলিভার
আপনাকে মেসেঞ্জারে কেউ ব্লক করলে আপনি যখন তাকে মেসেজ করবেন তখন মেসেজের পাশে যে গোল বৃত্ত থাকে সেটা কখনো ভরাট হবে না। যদি তিনি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন এবং তাকে মেসেজ করার পর আপনার মেসেজের পাশে বৃত্তটি ভরাট না হয় তাহলে বুঝবেন আপনি ব্লকড।
আবার কেউ যদি ফেসবুক লাইট কিংবা মেসেঞ্জার লাইট অ্যাপ ব্যবহার করেন তাহলেও (আপনাকে ব্লক না করলেও) মেসেজের পাশে বৃত্তটি ভরাট হবে না। শুধুমাত্র যারা মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করেন তাদেরকে মেসেজ করলে মেসেজের পাশে গোল বৃত্তটি ভরাট হয়। তবে মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
তবে এই পদ্ধতিতে অবলম্বন করে কনফার্ম হওয়া যায় না যে সে আমাকে ব্লক করেছে কিনা। কারণ অনেকেই আছে যারা শুধুমাত্র ফেসবুক লাইট ব্যবহার করে মেসেজ করে থাকে।
আবার অনেকেই মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে ঠিকই কিন্তু সেই মেসেঞ্জার অ্যাপে অন্য একটি ফেসবুক একাউন্ট লগইন করেন। আর ফেসবুক লাইটে অন্য একটি অ্যাকাউন্ট লগইন করে মেসেজ করে। মেসেজের পাশে গোল বৃত্তটি ভরাট হওয়ার শর্ত হচ্ছে মেসেঞ্জারে আইডিটা লগইন থাকা।
কাস্টমাইজেশন ফিচার না থাকা
যদি মেসেঞ্জারে কেউ আপনাকে ব্লক করে তাহলে এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে মেসেঞ্জারে কেউ আপনাকে ব্লক করেছে কিনা। এর জন্য আপনার আর নিচের নিয়ম গুলি অনুসরণ করুন।
- প্রথমে আপনি মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে যে আইডির ব্লক চেক করতে চাচ্ছেন সেই আইডিতে ঢুকুন।
- এবার উপরে ডান পাশের কর্নারে আই বাটন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন।
- যদি আপনাকে কেউ ব্লক করে তাহলে এবার আপনি কাস্টমাইজেশন ফিচারটি দেখতে পারবেন না। যদি এটা না থাকে তাহলে বুঝবেন ১০০% আপনি ব্লক খেয়েছেন।
একটিভ স্ট্যাটাস সর্বদা অফ থাকা
মেসেঞ্জারে কেউ আপনাকে ব্লক করলে তার একটিভ স্ট্যাটাস সর্বদা অফ থাকবে। কখনই তার মেসেঞ্জার আইডির নামের পাশে সবুজ বাতি জলবে না। এতে করে সহজেই বুুঝতে পারবেন আপনাকে মেসেঞ্জার ব্লক করেছে কিনা।
মেসেঞ্জার ব্লক নাকি ফেসবুক ব্লক কিভাবে বুঝবেন
কেউ যদি আপনাকে মেসেঞ্জার ব্লক করে তাহলে তো আপনি খুব সহজেই উপরের দেখানো নিয়ম অনুযায়ী বুঝতে পারবেন। কিন্তু কেউ যদি আপনাকে ফেসবুক ব্লক করে তাহলে কিভাবে বুঝবেন?
কেউ যদি আপনাকে ফেসবুক ব্লক করে তাহলে তা বোঝার উপায় হচ্ছে আপনি তাকে কোন মেসেজই করতে পারবেন না। তার ফেসবুক আইডিতে ঢুকতে পারবেন না। এবং মেসেঞ্জারে তার প্রোফাইল পিকচার শো করবে না।
সে পরবর্তীতে যদি আনব্লক করে তাহলে আপনি তার ফেসবুক ফ্রেন্ড থাকবেন না। তখন নতুনভাবে আবার ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে ফ্রেন্ড হতে হবে। কিন্তু মেসেঞ্জার ব্লক থেকে আনব্লক করলে ফেসবুক ফ্রেন্ড থাকবেন, এতে তেমন কোনো ইফেক্ট পড়ে না।
আমাদের শেষ কথা
বন্ধুরা আশা করছি মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে বুঝবেন তা জানতে পেরেছেন। মেসেঞ্জার ব্লক নিয়ে আর কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। নিত্য নতুন টিপস পেতে আমাদের biocaption.com ওয়েবসাইটের সাথেই থাকুন।
অন্য পোস্ট: