মেসেঞ্জার কিভাবে লক করতে হয় | মেসেঞ্জার লক করার নিয়ম অ্যাপ ছাড়াই

মেসেঞ্জার কিভাবে লক করতে হয়ঃ মেসেঞ্জার এখন নতুন একটি চমৎকার প্রাইভেসি সেটিং নিয়ে আসলো আমাদের জন্য। এই সেটিং এর মাধ্যমে আমরা মেসেঞ্জার অ্যাপ কে লক করে রাখতে পারব কোন প্রকার এপ্লিকেশন ছাড়াই।মেসেঞ্জার এর কথোপকথনকে সুরক্ষিত রাখতে মেটা এই নতুন আপডেটটি নিয়ে এসেছে।

আজকের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়লে আপনি জানতে পারবেন মেসেঞ্জার কিভাবে লক করতে হয়। মেসেঞ্জার লক করার নিয়ম জানলে আপনি আপনার মেসেঞ্জারের গোপন কথোপকথন অন্যদের নাগাল থেকে সুরক্ষিত রাখতে পারবেন।

Join Our Telegram

আপনারা এতদিন মেসেঞ্জার অ্যাপ কে লক করে রাখার জন্য অন্য কোন অ্যাপের সাহায্য নিতেন। কিন্তু এখন মেসেঞ্জার প্রাইভেসি সেটিং এ অ্যাপ লক নামক একটি নতুন সেটিং যুক্ত করে দিয়েছে। এটি চালু করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক দিলেই লক সেট হয়ে যাবে।

মেসেঞ্জার লক করে কিভাবে

অনেকেই আছেন যারা প্লেস্টোর থেকে কোন একটি অ্যাপ ডাউনলোড করে প্রত্যেকটা অ্যাপেই অটো লক সেট করে দেন। এতে করে যখনই কোন একটি অ্যাপ্লিকেশন ওপেন করা হয় তখনই সাথে সাথে লক দেখায়।

মেসেঞ্জারে যদি এভাবে লক সেট করা হয় তাহলে মেসেঞ্জারেও লক দেখাবে।
কিন্তু এখন অন্য কোন অ্যাপ্লিকেশনের ঝামেলা ছাড়াই শুধু মেসেঞ্জারের প্রাইভেসি সেটিং এ App Lock অপশন চালু করে দিলেই কাজ হয়ে যাবে।

মেসেঞ্জার কিভাবে লক করতে হয়

আপনার প্রিয় মেসেঞ্জার অ্যাপ কে লক করতে হলে মেসেঞ্জারের App lock অপশনটি চালু করে দিতে পারেন। আর যদি দেখেন যে আপনার ফোনে এখনো এই অপশনটি আসেনি তাহলে অবশ্যই মেসেঞ্জারটি প্লে স্টোর থেকে আপডেট করে নিবেন।

মেসেঞ্জার আপডেট না করলে অনেক সময় নতুন নতুন অপশন বা ফিচার চালু হলে তা সব ফোনে দেখা যায় না। তাই যদি আপনার মেসেঞ্জার আপডেট না করে থাকেন তাহলে আপডেট করলে এই অপশনটি দ্রুত দেখতে পারবেন।

মেসেঞ্জার লক করার নিয়ম

আপনার মেসেঞ্জার অ্যাপ কে লক করে রাখলে আপনি ছাড়া কেউ আপনার মেসেঞ্জারে ঢুকতে পারবে না। মেসেঞ্জারে ঢুকতে হলে তাকে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক আনলক করে তারপর ঢুকতে হবে।

এর জন্য আমরা মেসেঞ্জারে নতুন সেটিং App lock ফিচারটি কাজে লাগাবো। আপনি কিভাবে মেসেঞ্জারে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা ফেস লক দিয়ে মেসেঞ্জার লক করবেন সেরা চলুন জেনে নেওয়া যাক।

মেসেঞ্জার কিভাবে লক করতে হয়
  • প্রথমে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে উপরে তিন লাইনে ক্লিক করে সেটিং আইকনে ক্লিক করুন।
মেসেঞ্জার কিভাবে লক করতে হয়
  • তারপর একটু নিচে স্ক্রল করে আসুন, এবং “Privacy And Safety” অপশন এ ক্লিক করুন।
  • তারপর আপনি Security অপশন এর আন্ডারে “App lock” নামক একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন ।
মেসেঞ্জার কিভাবে লক করতে হয়
  • এবার Unlock with biometrics অপশনটিকে চালু করতে হবে। এজন্য সেটাকে অন করে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসলক দিন। আপনার ফোনে আগে থেকে ফিঙ্গারপ্রিন্ট বা ফেসলক চালু করে রাখবেন।
  • এই অপশনটি চালু করলে আপনার ম্যাসেঞ্জারে লক চালু হয়ে যাবে। এইবার আপনি সময় সিলেক্ট করুন যে, কত সময় পর পর আপনার মেসেঞ্জার লক হবে।
  • সময় সিলেক্ট করার জন্য চারটি অপশন দেখতে পারবেন। যদি প্রথমটি (After I leave Messenger) সিলেক্ট করেন তাহলে মেসেঞ্জার থেকে বের হয়ে যখনই আবার ঢুকবেন সাথে সাথে লক চাইবে।
  • যদি দ্বিতীয় অপশনটি (1 minute after leaving Messenger) সিলেক্ট করেন তাহলে মেসেঞ্জার থেকে বের হওয়ার এক মিনিট পর লক চালু হবে। এক মিনিটের ভিতরে যদি মেসেঞ্জারে ঢুকেন তাহলে লক চাইবে না।
  • যদি তৃতীয় অপশনটি (15 minutes after leaving Messenger) সিলেক্ট করেন তাহলে ১৫ মিনিটের ভিতরে মেসেঞ্জারে ঢুকলেই লক চাইবে না।
  • আর যদি চতুর্থ অপশনটি (1 hours after leaving Messenger) সিলেক্ট করেন তাহলে এক ঘন্টার ভিতরে মেসেঞ্জারে ঢুকলে লক চাইবে না। অর্থাৎ একঘন্টা পর মেসেঞ্জার অটোমেটিক লক হয়ে যাবে।

কোন কোন ফোনে মেসেঞ্জার লক করা যাবে না

কোন অ্যাপ্লিকেশন ছাড়াই যদি মেসেঞ্জার এর এই ফিচারটি কাজে লাগিয়ে মেসেঞ্জার লক করতে চান তাহলে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কমপক্ষে ৯ বা ১০ হতে হবে। যদি এরকম হয় তাহলে এটি নাও হতে পারে।

আপনার মোবাইলে যদি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক না থাকে তাহলে মেসেঞ্জারের এই নতুন ফিচারটি আপনি ব্যবহার করতে পারবেন না।

আপনাকে এই ফিচারটি উপভোগ করতে হলে প্রথমে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট বা ফেসলক চালু করতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি মেসেঞ্জারের এই App lock সেটিং টি চালু করতে পারবেন।

উপসংহার

বন্ধুরা আশা করছি মেসেঞ্জার কিভাবে লক করতে হয় তা জানতেও বুঝতে পেরেছেন। মেসেঞ্জারে আপনার গোপনীয়তা রক্ষা করতে ফেসবুকের এই আপডেটটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে এই আপনি কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন।

আর মেসেঞ্জার সম্পর্কিত আপনার কোন টপিকের উপর পোস্ট দেখতে পছন্দ করেন সেটাও জানাবেন। নিত্যনতুন সঠিক তথ্য পেতে ভিজিট করুন biocaption.com ওয়েব সাইটে।

অন্য পোস্ট পড়ুন-

ফেসবুকে লেখা বোল্ড করবেন কিভাবে

মেসেঞ্জার রেস্ট্রিক্ট ও ব্লকের মধ্যে পার্থক্য কি

মেসেঞ্জারে কেউ ব্লক দিলে কিভাবে বুঝবেন

This is MOJNU Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a comment