ফেসবুক ইনএক্টিভ ফ্রেন্ড রিমুভ করার উপায় ২০২৪

ফেসবুক ইনএক্টিভ ফ্রেন্ড রিমুভ করার উপায়ঃ আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টে হয়তো ৩/৪ হাজার বা ৫ হাজার ফ্রেন্ড রয়েছে। কিন্তু যখন আপনি আপনার ফেসবুকে কোন একটি ফটো বা স্ট্যাটাস পোস্ট করেন তখন আপনার বন্ধু অনুযায়ী ৩-৪ হাজার লাইক বা রিয়েক্ট আসার কথা। কিন্তু আসে না কেন? এর কারণ হচ্ছে ফেসবুক ইনএক্টিভ ফ্রেন্ড। অর্থাৎ আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইনঅ্যাকটিভ ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ভরে ফেলেছেন।

ফেসবুকে লাইক কমেন্ট না করা ব্যক্তিদের রিমুভ করার উপায়

যদি আপনি আপনার ফেসবুক আইডির ইনএকটিভ ফ্রেন্ড বা যারা আপনার পোস্টের লাইক কমেন্ট করে না তাদের খুঁজে বের করতে পারেন তাহলে কেমন হয়? হ্যাঁ আজকের পোস্টে আমরা জানব ফেসবুকে লাইক কমেন্ট না করা ব্যক্তিদের খুঁজে বের করে তাদের রিমোভ কিভাবে করতে হয়।

আমরা জানি একটা ফেসবুক একাউন্টে সর্বোচ্চ ৫০০০ বন্ধু অ্যাড করা যায়। কিন্তু আমাদের ফ্রেন্ডলিস্টে যদি ডিএক্টিভ, ইনএকটিভ বন্ধু বেশি থাকে তাহলে আমাদের পোস্ট এ কারা লাইক কমেন্ট করবে।

ফেসবুকের এই ডিএক্টিভ বা ইনএক্টিভ বন্ধুদের খুঁজে বের করার জন্য ফেসবুকের নতুন একটি আপডেট বা অপশন যুক্ত হয়েছে। এই অপশন এর মাধ্যমে খুব সহজে তাদের খুঁজে বের করে ফেসবুক ইনএক্টিভ ফ্রেন্ড রিমুভ করা যাবে।

ফেসবুক ইনএক্টিভ ফ্রেন্ড রিমুভ করার উপায়

ফেসবুকে ইনএক্টিভ ফ্রেন্ড রিমুভ করার জন্য ফেসবুকের নতুন একটি অপশন আমরা ব্যবহার করতে পারি। এর জন্য আলাদা কোন থার্ডপার্টি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের প্রয়োজন পড়বে না। ফেসবুকে যারা লাইক কমেন্ট করে না তাদের খুঁজে বের করা সহজ করে দিয়েছে ফেসবুকের নতুন আপডেট। চলুন তাহলে জেনে নেই ফেসবুকে ইনএক্টিভ ফ্রেন্ড রিমুভ করার নিয়ম সম্পর্কে।

  • প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে আপনার প্রোফাইলের ভিতর ঢুকুন।
  • যদি আপনার ফেসবুক প্রফেশনাল মোড চালু থাকে তবে About অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার প্রোফাইলের নিচে স্ক্রল করে আসলে Friends অপশন এর নিচে See All Friends অপশনে ক্লিক করবেন।
ফেসবুক ইনএক্টিভ ফ্রেন্ড রিমুভ করার উপায়
  • তারপর Manage অপশনে ক্লিক করুন।
  • এবার আপনি Least interected with অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করতে হবে।
  • এবার আপনারা যে ফ্রেন্ডগুলো দেখতে পারবেন সেগুলো হল ইনএক্টিভ বা ডিএক্টিভ ফ্রেন্ড। এই ফ্রেন্ডগুলা আপনাদের কোন কাজের নয় এবং ৯০ দিনের ভিতরে তারা আপনার একাউন্টে কোন কার্যকলাপ করেনি।
  • এবার আপনি চাইলে তাদেরকে একটি একটি করে আনফ্রেন্ড করে দিতে পারেন।
ফেসবুক ইনএক্টিভ ফ্রেন্ড রিমুভ করার উপায়
  • যদি এক ক্লিকে ফেসবুকের সকল ইনএক্টিভ ফ্রেন্ড রিমুভ করতে চান তবে Select Multiple অপশনে ক্লিক করুন।
  • তারপর আপনার সকল বন্ধুদের একটি একটি করে সিলেক্ট করে Unfriend অপশনে ক্লিক করলে ফেসবুকের ইনএক্টিভ ফ্রেন্ড রিমুভ হয়ে যাবে।

বন্ধুরা আশা করছি ফেসবুক ইনএক্টিভ ফ্রেন্ড রিমুভ করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ফেসবুকে অযথা ইনএক্টিভ ফ্রেন্ড রেখে আমাদের কোন লাভ নেই। তাই তাদেরকে রিমুভ করে অ্যাক্টিভ ফেসবুক ফ্রেন্ড যোগ করলে আমরা ফেসবুক পোস্ট এর লাইক রিয়েক্ট ও এনগেজমেন্টবেশি পাবো।

এইভাবে ফেসবুকে লাইক কমেন্ট না করা বা ফেসবুক ইনএক্টিভ রিমুভ করতে হয়। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন তারাও এটি জানতে পারে। আর নিচে কমেন্ট বক্সে আপনার কোন মতামত থাকলে জানাতে পারেন।

অন্য পোস্ট করুন

ফেসবুকে পাঠানো সকল ফ্রেন্ড রিকুয়েস্ট বাতিল করার নিয়ম

ফেসবুকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন যেভাবে

This is MOJNU Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a comment