মেসেঞ্জার সুপারভিশন কিঃ মেসেঞ্জারে Supervision নাম এ ২০২৩ সালে একটা নতুন অপশন যুক্ত হয়েছে। এই অপশনটা কি এবং এর কাজ কি বা সুবিধা কি এটা আমরা অনেকেই বুঝতে পারি না। আবার অনেকেই এটা সঠিকভাবে ব্যবহার জানি না। আজকের এই পোস্টে মেসেঞ্জার সুপারভিশন এর সম্পূর্ণ ব্যাখ্যা দিব।
মেসেঞ্জার সুপারভিশন কি? – Messenger Supervision কি
মেসেঞ্জার সুপারভিশন হচ্ছে মেসেঞ্জারের একটি নতুন ফিচার। এই ফিচার এর মাধ্যমে ১৮ বছর এর কম বয়সী তরুণ তরুণীদের মেসেঞ্জার আইডিকে মনিটর করা যাবে। তরুণ তরুণী কার কার সাথে চ্যাটিং করে, কত সময় মেসেঞ্জারে সময় কাটায় এবং কিছু প্রাইভেসি সেটিং নিজের ফোনে দেখা যাবে। তবে যিনি মনিটর করবেন অর্থাৎ অভিভাবককে অবশ্যই 18 বছরের উপরে হতে হবে।
মেসেঞ্জার সুপারভিশন এর সুবিধা
- তরুণ তরুণী কার কার সাথে মেসেজ করে তার চাট লিস্টগুলো দেখা যাবে।
- তরুণ তরুণী প্রতিদিন কত সময় মেসেঞ্জারে সময় কাটায় সেটা দেখা যাবে।
- চ্যাট লিস্টে নতুন করে কেউ এড হলে তা দেখা যাবে।
- তরুণ্য তরুণীর স্টোরি কারা দেখতে পারবে, তা দেখা যাবে।
- যেকোনো সময় অভিভাবক কিংবা তরুণ তরুণী সুপারভিশন অপশনটি তার ডিভাইস থেকে অফ করতে পারবে।
মেসেঞ্জার সুপারভিশন অপশন এর মাধ্যমে ছোটদের বা সন্তানদের খোঁজখবর বা দেখাশোনার জন্য মেয়েটা কোম্পানি দিয়েছে। এই অপশনটা আমাদের জন্য অনেক কার্যকরী একটা অপশন।
মেসেঞ্জার সুপারভিশন এ অভিভাবক কি কি দেখতে পারবেনা
তরুণ বা তরুণী কার কার সাথে কি মেসেজ করেছে সেই মেসেজগুলো দেখতে পারবে না। শুধুমাত্র চ্যাট লিস্ট গুলো দেখতে পারবে। আপনি তার মেসেঞ্জার আইডিকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন না। কোন মেসেজ করতে পারবেন না কিংবা তার আইডির পাসওয়ার্ড নাম্বার ইত্যাদি চেঞ্জ করতে পারবেন না।
মেসেঞ্জার সুপারভিশন কিভাবে ব্যবহার করবেন
- প্রথমে আপনার তরুণ বা তরুনীর মেসেঞ্জার আইডিতে ঢুকে উপরের কর্নারে তিন লাইনে ক্লিক করুন।
- তারপর সেটিং আইকনে ক্লিক করলে, নতুন একটি অপশন দেখতে পারবেন Supervision নাম এ, সেখানে ক্লিক করুন।
- তারপর আপনি Create Supervision অপশনে ক্লিক করুন।
- তারপর একটা লিঙ্ক জেনারেট হবে সেটা কপি করে অভিভাবক অর্থাৎ আপনার ফোনে পাঠান।
- এবার আপনার ফোনে সেই লিংক এর মেসেজটি আসলে সেখানে ক্লিক করে Accept Invitation অপশনে ক্লিক করে Done করে দিন।
- সবশেষে তরুণ বা তরুনীর মেসেঞ্জারে আবার ঢুকে Supervision অপশনে ক্লিক করুন।
- তারপর Respond to invite অপশনে ক্লিক করলে Supervision একটিভ হয়ে যাবে।
তারপর আপনার ম্যাসেঞ্জার আইডি থেকে তার মেসেঞ্জার আইডির মেসেজ লিস্ট সহ বিভিন্ন সুবিধা পাবেন। এর জন্য আপনার ম্যাসেঞ্জার সুপারভিশন অপশনে ক্লিক করলে সেখানে আপনার তরুণ বা তরুনের আইডির নাম দেখা যাবে। সেখানে ক্লিক করলে সে কার কার সাথে কথা বলে, মেসেজ করে, কত সময় অনলাইনে থাকে সকল ডিটেলস দেখা যাবে।
মেসেঞ্জার সুপারভিশন করার নিয়ম
প্রথমত, মেসেঞ্জার সুপারভিশন চালু করার জন্য অবশ্যই তরুণ তরুণীর বয়স ১৮ কম হতে হবে এবং অভিভাবকের বয়স অবশ্যই ১৮ এর উপরে হতে হবে। দ্বিতীয়ত, আলাদা আলাদা ডিভাইস বা মোবাইল হতে হবে।
উপসংহার
আশা করছি মেসেঞ্জার সুপারভিশন কি এবং কিভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে জানতে পেরেছেন। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও messenger supervision এর ফিচারগুলো উপভোগ করতে পারে।
অন্য পোস্ট