মেসেঞ্জার গ্রুপ থেকে কিভাবে বের হওয়া যায়ঃ আমরা কমবেশি সকলের মেসেঞ্জার গ্রুপ সম্পর্কে জানি। মেসেঞ্জার গ্রুপে বন্ধুবান্ধব কিংবা পরিচিত অপরিচিত ফেসবুক ফ্রেন্ডদের নিয়ে খোলা হয়। আমাদের বিনা পারমিশন ছাড়াই আমাদের ফেসবুক ফ্রেন্ডরা মেসেঞ্জার গ্রুপে এড করতে পারেন। আর তাই আজকের এই পোস্টে আপনাদেরকে জানাবো মেসেঞ্জার গ্রুপ থেকে কিভাবে বের হওয়া যায়।
অনেক সময় মেসেঞ্জার গ্রুপ থেকে প্রচুর নোটিফিকেশন আসে যা আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অথবা কেউ অপ্রয়োজনীয় বা বাজে গ্রুপে এড করেন। তখন আমরা সেই মেসেঞ্জার গ্রুপ থেকে বের হতে চাই। কিন্তু আমরা কিভাবে গ্রুপ থেকে বের হবো সেটার নিয়ম জানি না। ফলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়।
মেসেঞ্জারে যখন আমাদের অনেক বন্ধুবান্ধব যোগ হয় তখন তারা বিভিন্ন অপ্রয়োজনীয় গ্রুপ খুলে থাকেন। সেখানে আমাদের কে অ্যাড করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে, কেউ আমাদেরকে মেসেঞ্জার গ্রুপে যেন অ্যাড করতে না পারে সেরকম কোন অপশন নেই।
মেসেঞ্জার গ্রুপ থেকে কিভাবে বের হওয়া যায়
মেসেঞ্জার গ্রুপ থেকে বের হওয়া বা গ্রুপ থেকে লিভ নেওয়া খুবই সহজ কাজ। যদি আপনার কাছে মেসেঞ্জার গ্রুপ থেকে লিভ নেওয়া অনেক কষ্টকর মনে হয়, তাহলে আপনি মেসেঞ্জার গ্রুপের এডমিন কে বলবেন আমাকে গ্রুপ থেকে রিমুভ করে দিন।
তখন এডমিন যদি আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে তাহলে আপনি গ্রুপ থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন। এডমিন আপনাকে রিমুভ না করলে আপনি নিজে নিজেই গ্রুপ থেকে বের হতে পারবেন।
মেসেঞ্জার গ্রুপ থেকে বের হওয়ার উপায়
- প্রথমে আপনার সেই কাঙ্খিত মেসেঞ্জার গ্রুপে ঢুকুন।
- এবার গ্রুপ থেকে বের হওয়ার জন্য উপরের ডান পাশের কর্নার আইকনে ক্লিক করুন।
- তারপর সবার নিচে সোয়াইপ করে আসুন, তাহলে Leave chat অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন।
- সবশেষ Leave অপশনে ক্লিক করলে মেসেঞ্জার গ্রুপ থেকে বের হতে পারবেন।
মেসেঞ্জার গ্রুপ থেকে বের হলে যা হবে
যদি আপনি কোন মেসেঞ্জার গ্রুপ থেকে বের হন তাহলে আপনার ওই গ্রুপটি চিরতরে ডিলিট হয়ে যাবে না। আপনার ম্যাসেঞ্জারের Archive অপশনে সেই গ্রুপটি থেকে যাবে। তবে ওই গ্রুপে যত নতুন মেসেজ আসবে সেগুলো আপনি আর দেখতে পারবেন না।
আপনি চাইলে Archive থেকেও সমস্ত পুরনো মেসেজগুলো ডিলিট করে দিতে পারেন।
নতুন করে অন্য কেউ আবারো চাইলে সেই গ্রুপে আপনাকে এড করতে পারবে।
মেসেঞ্জার গ্রুপ থেকে বের না হয়ে যা করতে পারেন
যদি আপনি মেসেঞ্জার গ্রুপে এড হন এবং সেই গ্রুপটা যদি আপনার ইম্পোর্টেন্ট হয় (যেমন- ক্যাপশন গ্রুপ), তাহলে আপনি গ্রুপের নোটিফিকেশন অফ করে রাখতে পারেন। এতে কোন নোটিফিকেশন আসবে না। এতে মেসেঞ্জার গ্রুপের নোটিফিকেশনের বিরক্তি থেকে রেহাই পাবেন।
উপসংহার
আশা করছি মেসেঞ্জার গ্রুপ থেকে কিভাবে বের হওয়া যায় সে সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করেছেন। আর যদি কোন কনফিউশন থাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে।
অন্য পোস্ট পড়ুন-