ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায় ২০২৪

ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায়ঃ ফেসবুকে ঢুকলেই এমন আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক ভিডিও বা পোস্ট আসে যা আমাদের জন্য অনেক বিরক্তিকর। তাই আজকের এই পোস্টে আমরা জানবো ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায় সম্পর্কে।

আমরা সাধারণত পরিবার-পরিজন নিয়ে একসাথে ফেসবুক অনেক সময় দেখে থাকি। কিন্তু তখন হঠাৎ করে যদি একটি আপত্তিকর বা অপ্রাসঙ্গিক ভিডিও চলে আসে তাহলে নিশ্চয়ই বিরম্বনার সৃষ্টি হবে।

Join Our Telegram

আর এজন্যই ফেসবুকের নতুন একটি অপশন যুক্ত হয়েছে ফেসবুকের Reduce নামে। এই অপশন এর মাধ্যমে আপনার ফেসবুকে আসা অশ্লীল ভিডিও বা কনটেন্ট অল্প পরিমাণে শো করাতে পারবেন।

আপনারা অনেকেই আছেন যারা এই সমস্যায় জর্জরিত। ফেসবুকে অশ্লীল ভিডিও আসা বন্ধ করব কিভাবে তার সমাধান খুঁজতে খুঁজতে হয়রান। চিন্তা নেই, আপনাদের ভাই আপনাদেরকে শেখাবে কিভাবে ফেসবুকে খারাপ ভিডিও আসা বন্ধ করবেন।

ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার উপায়

  • প্রথমে ফেসবুকে অ্যাপসটি ওপেন করে উপরে ডান পাশের তিন লাইন বা প্রোফাইল আইকনের উপর ক্লিক করুন।
  • তারপর সেটিং আইকন এর উপর ক্লিক করুন।
ফেসবুকে খারাপ ভিডিও বন্ধ করার উপায়
  • এবার আপনার অনেকগুলো অপশন পাবেন, সেখান “News Feed” থেকে অপশনে ক্লিক করুন।
  • তারপর সবার শেষে “Reduce” নামক ফেসবুকের একটি নতুন অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করুন।
ফেসবুকে খারাপ ভিডিও বন্ধ করার উপায়
  • এবার আপনি “Sensitive content” অপশনের উপর ক্লিক করুন।
  • তাহলে আপনি দুটি অপশন সেখানে দেখতে পারবেন। প্রথমটি Reduce (default), দ্বিতীয়টি Reduce more.
ফেসবুকে খারাপ ভিডিও বন্ধ করার উপায়
  • সাধারণত প্রথম অপশনটি অটোমেটিক সিলেক্ট করা থাকে। আপনাকে এবার দ্বিতীয় অপশনটি (Reduce more) সিলেক্ট করে দিলেই হয়ে যাবে।
  • তারপর থেকে আপনার নিউজফিডে অপ্রাসঙ্গিক বা খারাপ ভিডিওগুলো কম পরিমাণে দেখানো হবে।

ফেসবুকে অশ্লীল ভিডিও আসা বন্ধ করবো কিভাবে

অনেক সময় আমরা ফেসবুকের ভিডিও দেখতে দেখতে হঠাৎ এমন অপ্রাসঙ্গিক ভিডিও চলে আসে যা আমাদের জন্য ভালো নয়। আমরা চাই সর্বদা নিরাপদে থাকতে, এজন্য আমাদের এই সমস্যার সমাধান করা উচিত।

ফেসবুকে অশ্লীল ভিডিও বন্ধ করার জন্য আপনাকে উপরিউক্ত সেটিং করে নিতে হবে। এরপরও যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে হয়তোবা আপনি অনেক বাজে গ্রুপ, আইডি বা পেজে লাইক ও ফলো দিয়ে ফেলেছেন।

এজন্য আপনাকে সেই গ্রুপ আইডি এবং পেজ কে আনফলো বা আনলাইক করতে হবে। ফোনে তারা নতুন কোন কনটেন্ট বা ভিডিও বা কোন পোস্ট ছাড়লে আপনার সামনে আর আসবে না।

এবার কথা হচ্ছে সেই আইডি বা পেজ বা গ্রুপ গুলো কোথায় খুঁজে পাবো? এর জন্য সহজ সিম্পল ব্যাপার হলো যখনই কোন খারাপ ভিডিও ফেসবুকে আসবে তখনই আপনি সেই আইডি বা পেজ বা গ্রুপের ভিতরে ঢুকবেন।

তারপর দেখবেন যে আপনি সেই গ্রুপ বা পেজ বা আইডিতে লাইক দিয়েছেন কিনা। যদি লাইক বা ফলো দিয়ে না থাকেন তাহলে তো ভালো কথা। আর যদি দিয়ে থাকেন তাহলে আনফলো বা আন লাইক করে দিন।

ফেসবুকে অশ্লীল ভিডিও আসা বন্ধ করার নিয়ম

অনেক সময় ফেসবুকে স্ক্রল করতে করতে অনেক বাজে পোস্ট, ভিডিও ও রিলস চলে আসে। আমরা অনেকেই সেগুলো রিডিউস করতে জানিনা। ফেসবুক অটো সাজেশনে সেগুলো আমাদের সামনে শো করায়। আমরা চাইলে সেগুলোকে একদম রিডিউস করে কমিয়ে ফেলতে পারি।

এর ফলে আমাদের সামনে সেই ধরনের পোস্ট বা ছবি এবং ভিডিও ইত্যাদি কম পরিমাণে সাজেশন করানো হবে। এর জন্য নিচের পদক্ষেপ গুলো মনোযোগ সহকারে অনুসরণ করুন।

  1. কোন অশ্লীল ভিডিও, পোস্ট বা কনটেন্ট আপনার ফেসবুক নিউজফিডের সামনে আসলে সেই কনটেন্টের তিন ডট অপশনে ক্লিক করুন।
  2. তারপর কোন পোস্ট হলে I don’t want to see this অপশনে ক্লিক করে Hide all from.. করে দিবেন।
  3. আর যদি ভিডিও হয় তাহলে তিন ডট এ ক্লিক করে Hide all from.. অথবা Show Less অপশনে ক্লিক করে দিন। তাহলে সেই ধরনের ভিডিও কনটেন্ট গুলো আপনার সামনে কম পরিমাণে আসবে।

আমাদের শেষ কথা

বন্ধুরা আশা করছি ফেসবুকে অশ্লীল ভিডিও আসা বন্ধ করার উপায় সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পেরেছেন। নিজেকে নিরাপদ রাখতে চাইলে অবশ্যই আমাদের এটি বন্ধ করা উচিত।

আজকের এই পোস্টটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আমাদের মাঝে শেয়ার করবেন যেন তারাও ফেসবুকে অশ্লীল ভিডিও আসা বন্ধ করার উপায় সম্পর্কে জানতে পারে। আপনার কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

অন্য পোস্ট পড়ুন-

মেসেঞ্জার স্ক্রিনশট বন্ধ করার উপায়

This is MOJNU Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a comment