ফেসবুক পোস্টে লেখা বোল্ড করার উপায়ঃ ফেসবুক পোস্টে লেখা বোল্ড করার ফিচার নিয়ে আসলো ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক একটি অন্যতম যোগাযোগ মাধ্যম তা আমরা জানি।
ফেসবুক দিনের পর দিন নতুন নতুন ফিচার ও সুবিধা নিয়ে আসছে। এরমধ্যে অন্যতম একটি ফিচার হচ্ছে ফেসবুকে পোস্টে লেখা বোর্ড করা। হ্যাঁ এখন থেকে আপনি ফেসবুকে পোস্ট করার সময় লেখা বোল্ড করে পোস্ট করতে পারবেন।
শুধু লেখা বোল্ড করা যাবে না তার পাশাপাশি লেখা ইতালিক, হেডিং, সাব হেডিং, লিস্ট এবং কোটেশনও করা যাবে। ফেসবুকে কোন একটা ইনফোরমেটিভ পোস্ট করলে সেটা গুছিয়ে এবং স্পষ্টভাবে লিখতে গেলে লেখা বোর্ড, ইতালি, হেডিং ইত্যাদি করার প্রয়োজন হয়।
এই নতুন আপডেটের ফলে এখন যে কোন লেখা স্পষ্টভাবে সাজিয়ে গুছিয়ে লেখা যাবে। এর ফলে দর্শকরা আরো সহজে লেখাগুলো বুঝতে পারবে। একটা সময় ছিল যখন ফেসবুকে লেখা বোর্ড করার জন্য বিভিন্ন কোড ব্যবহার করতে হতো। এখন আর সেই ঝামেলা নেই।
ফেসবুকের এই দারুন ফিচারটি শুধুমাত্র ফেসবুক গ্রুপের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। তবে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের ক্ষেত্রে এটা এখন করা যাচ্ছে না। তবে ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই ফেসবুক পেজ এবং আইডির ক্ষেত্রেও এই ফিচারটা মেটা নিয়ে আসবে।
ফেসবুক গ্রুপ থেকে আমরা বিভিন্ন তথ্য, শিক্ষা, বিনোদন, জ্ঞান ইত্যাদি পেয়ে থাকি। তো সে ক্ষেত্রে ফেসবুক পোস্ট এর লেখাগুলো একটু বোঝানো হলে তা আমাদের বুঝতে সুবিধা হয়। এজন্য ফেসবুক এই সুবিধাটি ইউজারদের জন্য লঞ্চ করেছে।
ফেসবুক পোস্টে লেখা বোল্ড করার উপায়
ফেসবুক পোস্টে লেখা বোর্ড করার যে নতুন ফিচারটি এসেছে তা বর্তমানে ডেক্সটপ ভার্সনে অ্যাভেলেবেল। facebook lite অথবা ফেসবুক অফিশিয়াল অ্যাপস থেকে এটা করা যায় না।
কিন্তু যদি আপনি মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে কি এটি করতে পারবেন না? অবশ্যই পারবেন এজন্য আপনাকে ব্রাউজারের সাহায্য নিতে হবে। তাহলে মোবাইল দিয়েও আপনি ফেসবুক পোস্টে লেখা বোল্ড করতে পারবেন। চলুন তাহলে ফেসবুক পোস্টে লেখা বোর্ড করার পদ্ধতি গুলো জেনে নেই।
- প্রথমে আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার টি ওপেন করুন। কম্পিউটার হলে কম্পিউটার থেকে গুগল ক্রোম বাজার ওপেন করুন।
- এবার সার্চ অপশনে facebook.com লিখে সার্চ করে ফেসবুক একাউন্ট লগইন করুন। (যদি লগইন করা না থাকে)
- যদি আপনার মোবাইল ফোন হয় তাহলে উপরে ডান পাশের কর্নারে তিন ডট এ ক্লিক করে অবশ্যই Desktop site অপশনে টিক দিন।
- তাহলে আপনার ফেসবুক ডেক্সটপ আকারে ওপেন হবে। এবার আপনি গ্রুপ আইকন এ ক্লিক করুন। তাহলে আপনি যতগুলো গ্রুপে জয়েন আছেন সেগুলো চলে আসবে।
- তো এবার আপনি যেকোনো একটি গ্রুপের ভিতরে ঢুকুন।
- তারপর Write something… এ ক্লিক করে একটি পোস্ট লিখুন।
- এইবার আপনি যেকোনো একটি টেক্সট লিখুন। লেখার পর সেই লেখাটির উপর ক্লিক করে ধরে রেখে সিলেক্ট করুন।
- লেখা সিলেক্ট করলেই উপরে বেশ কিছু অপশন আপনারা দেখতে পারবেন। এই অপশন গুলোর মাধ্যমে লেখা বোল্ড, ইতালিক, হেডিং, সাবহেডিং, লিস্ট ও কোটেশনও করতে পারবেন।
ফেসবুক পোস্টে লেখা বোল্ড করলে কি হয়
যখন আপনি ফেসবুক পোস্টে লেখা বোল্ড করবেন তখন সেই লেখাটা মোটা অক্ষরে হাইলাইট হয়ে থাকবে। কিছু কিছু ওয়ার্ড আমাদেরকে হাইলাইট করার জন্য বোল্ড করতে হয়। এজন্য এই ফিচারটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
ফেসবুক পোস্টে লেখা ইতালিক করলে কি হয়
ফেসবুক গ্রুপে পোস্ট করার সময় যদি আপনি কোন লেখা বাঁকা করে লিখতে চান তাহলে সেটা করতে পারবেন। এবং কোন লেখা বা ওয়ার্ড কে বাঁকা করে লিখলে সেটাকে বলা হয় ইতালিক।
ফেসবুক পোস্টে H1ও H2 কি
ফেসবুক গ্রুপে যখন পোস্ট করবেন তখন কোন লেখা সিলেক্ট করলে H1 ও H2 আসে। H1 দ্বারা Major Heading এবং H2 দ্বারা Hading বুঝায়। কোন লেখার সিলেট করে যদি আপনি H1 এ ক্লিক করেন তাহলে সেটা অনেক মোটা অক্ষরে হাইলাইট হবে।
আর যদি কোন লেখার সিলেক্ট করে H2 তে ক্লিক করেন তাহলে তুলনামূলক একটু কম মোটা অক্ষরে হাইলাইট হবে। সাধারণত H1 ও H2 টাইটেল ও মূল বাক্য লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
ফেসবুক পোস্টে লিস্ট কি
কোন লেখার ধারাবাহিকভাবে যদি আপনি নাম্বার দিয়ে অথবা বুলেট পয়েন্ট আকারে লিখতে চান তখন ফেসবুককে লিস্ট অপশন ব্যবহার করতে হয়। এই ফিচারটি আমাদের জন্য অনেক কাজের একটি ফিচার।
ফেসবুক পোস্টে কোটেশন কি
ফেসবুক পোস্টে কোটেশন হল কোন একটি লেখাকে মার্ক করা। ফেসবুক পোস্ট করার সময় আপনি কোটেশনের আইকন পেয়ে যাবেন যা আমাদের লেখাকে স্পষ্ট করে বোঝাতে সাহায্য করে।
উপসংহার
বন্ধুরা আশা করছি ফেসবুকে কিভাবে লেখা বোল্ড করতে হয় তা জানতে পেরেছেন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও ফেসবুকে লেখা বোল্ড করার নতুন ফিচারটি জানতে পারে। ফেসবুক পোস্টে বোল্ড করা নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাবেন।
অন্য পোস্ট পড়ুন-