কিভাবে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেনঃ মেসেঞ্জার অডিও কল এবং ভিডিও কল করার ক্ষেত্রে সেরা একটি অ্যাপ্লিকেশন। আর এর মধ্যে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার সব থেকে দারুন একটি ফিচার। এই পোস্টে আপনাদেরকে দেখানো হবে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করে কিভাবে।
মেসেঞ্জারের মাধ্যমে নিজের মোবাইলের স্ক্রিন অন্য কাউকে দেখাতে চাইলে স্ক্রিন শেয়ার করতে হয়। এতে করে আমরা নিজের মোবাইল স্ক্রিন অন্য কাউকে দেখাতে পারি অথবা অন্যের মোবাইলের স্ক্রিন আমরা দেখতে পারি।
কিভাবে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন তা আপনি নিশ্চয় জানেন না। চিন্তা নেই এই পোস্টটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ফলো করলে কিভাবে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন তা জানতে পারবেন।
মেসেঞ্জার স্ক্রিন শেয়ার কি
যখন আপনি নিজের মোবাইল বা ডিভাইসের স্ক্রিন অন্য কাউকে মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করবেন তখন তাকে মেসেঞ্জার স্ক্রিন শেয়ার বলা হয়।
আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন কাউকে তখন তিনি আপনার মোবাইলের স্ক্রিন দেখতে পারবেন। আপনি আপনার মোবাইলে যেখানে যেখানে ক্লিক করবেন, যে যে অ্যাপস ওপেন করবেন বা যাই করেন না কেন সবকিছু তার মোবাইলে ভিডিও আকারে লাইভ দেখা যাবে।
মেসেঞ্জার স্ক্রিন শেয়ার কেন করবেন
মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করা হয় নিজের ফোনের জিনিস অন্যকে দেখানোর জন্য। অথবা ফোনে কোন সমস্যা হলে সেটা ঠিক করার জন্য অন্য কাউকে স্ক্রিন শেয়ার করে তার কাছে পরামর্শ নেওয়া হয়।
মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করলে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে কি কি করেন তিনি তা দেখতে পারেন। এজন্য মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার।
কিভাবে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন
মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করাটা আমরা অনেক কঠিন মনে করি। কিন্তু একবার যদি এটি আপনি শিখে যান তাহলে খুবই সহজ মনে হবে। কিভাবে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করবেন তা নিচে দেওয়া হলো:-
- প্রথমে যাকে স্ক্রিন শেয়ার করতে চান তাকে ভিডিও কল অথবা অডিও কল দিন।
- কল রিসিভ করলে এবার আপনি আপনার মোবাইলের স্ক্রিনে একবার টাচ করুন। তাহলে নিচে পাঁচটি অপশন দেখতে পারবেন।
- এবার আপনি তিন নাম্বার অপশন অর্থাৎ মাঝখানের অপশনটিতে ক্লিক করুন।
- তাহলে আপনি Play, Watch, Posts ও Share নাম এ আরো চারটি অপশন দেখতে পারবেন, এবার Share অপশনে ক্লিক করুন।
- তারপর আপনি START SHARING অপশনে ক্লিক করুন।
- সবশেষে START NOW অপশনে ক্লিক করুন।
- তারপর কেটে দিন। ব্যাস তাহলে আপনার মোবাইলের স্ক্রিন তিনি দেখতে পারবেন।
- একই পদ্ধতি অনুসরণ করে আপনি যদি অন্যের ফোনের স্ক্রিন আপনার ফোনে দেখতে চান তাহলে তাকে উপরোক্ত নিয়ম গুলো অনুসরণ করতে বলবেন।
আমাদের শেষ কথা
বন্ধুরা আশা করছি কিভাবে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করতে হয় তা জানতে পেরেছেন। আজকের পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও মোবাইলে কিভাবে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করতে হয় তা জানতে পারে।
মেসেঞ্জার স্ক্রিন শেয়ার নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। সব সময় নিত্য নতুন টিপস পেতে ভিজিট করুন আমাদের Biocaption.com ওয়েবসাইটে।
অন্য পোস্ট-
মেসেঞ্জার রেস্ট্রিক্ট ও ব্লক এর মধ্যে পার্থক্য কি
মেসেঞ্জার স্ক্রিন শেয়ার করে কিভাবে
মেসেঞ্জার স্ক্রিন শেয়ার করার জন্য আপনি তাকে অডিও কল বা ভিডিও কল করুন। কল চলাকালীন সময় স্ক্রিনে টাচ করলে নিচে পাঁচটি অপশন দেখতে পারবেন এর মধ্যে তিন নাম্বার অপশনে ক্লিক করুন। তারপর Share অপশনে ক্লিক করুন। তারপর START SHARING অপশনে ক্লিক করে START NOW অপশনে ক্লিক করলে আপনার মেসেঞ্জার স্ক্রিন শেয়ার হয়ে যাবে।